Delhi Blast NIA

লালকেল্লা বিস্ফোরণে তদন্তের দায়িত্ব এনআইএ-কে

জাতীয়

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-কে। 
সোমবার সন্ধ্যা ৭টার কিছু আগে একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি। মঙ্গলবার দুপুরে প্রশাসন জানিয়েছে ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। 
মঙ্গলবার ফের উচ্চপর্যায়ের সুরক্ষা বিষয়ক বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দিল্লির সুরক্ষা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতেই থাকে। পুরনো দিল্লির লালকেল্লার এই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রয়েছে অগুনতি সিসিটিভি। সেখানেই এমন বড় মাপের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ। এদিন দিল্লি পুলিশের হাত থেকে নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় তদন্ত সংস্থাকে। 
তদন্তকারীরা সংবাদমাধ্যমে যে তথ্য দিচ্ছেন তাতে বলা হয়েছে যে উমর উন নবি নামে এক চিকিৎসক গাড়িটি চালাচ্ছিলেন। এদিকে জম্মু ও কাশ্মীরের পুলিশ হরিয়ানার ফরিদাবাদ থেকে সোমবার গভীর রাতে উমরের দুই ভাই সহ পরিবারের তিন জনকে গ্রেপ্তার করে। একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
সোমবারই দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদে প্রায় ১৪০০ কেজি অ্যামেনিয়াম নাইট্রেট উদ্ধার হয়। অ্যামেনিয়াম নাইট্রেট বিস্ফোরক হিসেবে চিহ্নিত নয়। কিন্তু এই রাসায়নিককে কাজে লাগিয়ে বিস্ফোরণ ঘটনা যায়। মঙ্গলবার দুপুরে হরিয়ানা প্রশাসন জানিয়েছে এদিনও উদ্ধার হয়েছে এই রাসায়নিক। মোট ২৯০০ কেজি রাসায়নিক উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে। 
অ্যামোনিয়াম নাইট্রেট যদিও কৃষিকাজে অতি সাধারণ ব্যবহারের সার। কৃষিকাজে এই সারের ব্যবহারও খুবই চালু। 
তদন্তকারীরা সংবাদমাধ্যমে বলেছেন যে চিকিৎসক উমর আদতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। ফরিদাবাদে যে চিকিৎসকের বাড়ি থেকে অ্যামোনিয়াম নাইট্রেট এবং অস্ত্র উদ্ধার হয়েছিল সেই চিকিৎসক মুজাম্মিলও পুলওয়ামার।

Comments :0

Login to leave a comment