POETRY | ANJU BANU | AMAR SAINIK | MUKTADHARA | 2026 JANUARY 23 | 3rd YEAR

কবিতা | আনজু বানু | দেশমাতৃকার অমর সৈনিক | মুক্তধারা | ২০২৬ জানুয়ারি ২৩ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  ANJU BANU  AMAR SAINIK  MUKTADHARA  2026 JANUARY 23  3rd YEAR

কবিতা

মুক্তধারা

দেশমাতৃকার অমর সৈনিক 


      আনজু বানু

২০২৬ জানুয়ারি ২৩ | বর্ষ ৩
   
      

 

বিস্তীর্ণ এলাকা জুড়ে শপথের বার্তা 
রক্তের বদলে দেব স্বাধীনতা 
দেশমাতৃকার আহ্বান
মহামানবের বাক্যের স্ফুলিঙ্গে
কেঁপে ছিল শ্বেতাঙ্গের 
গভীরের মজবুত ভিত
জ্যোতির্ময় পুরুষের আজাদ হিন্দ।
আজ বেঁকে যাওয়া মেরুদন্ডে
কোথায় সেই দৃঢ়তা?
বাতাসের হাহাকারে অপূর্ণ রয়ে গেছে
মহাপ্রয়াণের সময়‌।
আদিগন্ত প্রান্তর জুড়ে এখনও ছড়িয়ে 
নিজ হাতে বপন করা বনস্পতি।
বিদেশী কালো হাতের মত
অন্য হাতে চলছে এখন 
বানরের পিঠে ভাগ।
আর একবার,ঘোড়ার খুরের শব্দে
শূন্যে তর্জনী তুলে,দূরারোগ্য ব্যাধি থেকে 
হিন্দটাকে করে যাও আজাদ।

Comments :0

Login to leave a comment