মীর আফরোজ জামান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের পদত্যাগের দাবি তুললেন ৭টি কলেজের শিক্ষার্থীরা। সোমবার ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে হয় সাংবাদিক সম্মেলন করে সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়েছেন বিশ্বববিদ্যালয়ের অধীন ৭টি কলেজের ছাত্রছাত্রীরা।
রবিবার রাতে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের অধীন ৭টি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ হয়। দু’পক্ষের অন্তত ২০ জন আহত।
এদিন সাংবাদিক সম্মেলনে ৭ কলেজের ছাত্রছাত্রীরা সহ উপাচার্যের পদত্যাগের দাবির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই সংঘর্ষ চলে।
৭ কলেজের ছাত্রছাত্রীরা বলেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। নিউমার্কেট থানা পুলিশের ভূমিকার নিন্দা করেছেন তাঁরা। এই থানার আধিকারিকদের পদত্যাগের দাবিও জানিয়েছেন। উল্লেখ্য, দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষে পথচারী, সাংবাদিকসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্রছাত্রীদের অভিযোগ, ডাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজেসহ সাত কলেজের ছাত্রীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গি করেছে। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
পরিস্থিতির জেরে সোমবারও উত্তপ্ত ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ রাখা হয়েছে।
Comments :0