ধরমবীর নৈন ও অতুল কৌশিক প্যারা অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু'টি পদক পেয়েছেন। পুরুষদের ক্লাব থ্রোয়ে এফ-৫১ বিভাগে ধরমবীর রুপো পেয়েছেন ২৯.৭১ মিটার ছুঁড়ে। অন্যদিকে, অতুল এফ-৫৭ বিভাগের ডিসকাস থ্রোয়ে ৪৫.৬১ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পেয়েছেন। এই পর্যন্ত ভারত চারটি সোনা সহ ১১ টি পদক পেয়েছে।
Para Athletics
জোড়া পদক ভারতের

×
Comments :0