Dharmendra's death

ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক সব মহলেই

জাতীয়

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। অগুনিত অনুরাগী সহ সব মহলেই শোকের ছায়া নেমে এসেছে। বলিউডের বিভিন্ন অভিনেতা সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বও তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন।  
কয়েকদিন আগেই তার মৃত্যুকে ঘিরে জল্পনার সৃষ্টি হয়। তখন অভিনেতার পরিবারে তরফে জল্পনার নিরসন করা হয়। তবে,সোমবার দুপুরে মুম্বাইয়ের জুহুতে অভিনেতার বাড়ির সামনে হঠাৎ অ্যাম্বুলেন্স থামতেই উৎকণ্ঠার সৃষ্টি হয়। বিভিন্ন বলিউড নির্ভর সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, অভিনেতা প্রয়াত হয়েছেন। তারপরই অভিনেতার বাড়ির সামনে বহু তারকার ভিড় জমেছে বলেও জানা যায়। পাশাপাশি হেমামালিনীকেও সজল চোখে শ্মশানে পৌঁছাতে দেখা যায়। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, অভিনেতার বাড়ির সামনে এবং শ্মশানেও অতিরিক্ত নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে।   
বেশ কয়েকদিন তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে কয়েকদিন আগে বাড়ি ফিরে আসেন তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল  ৮৯ । অনুরাগীদের সঙ্গে সঙ্গে বলিউডের বহু তারকা শোকজ্ঞাপন করেছেন।অভিনেতা সঞ্জয় দত্ত বলেন," কিছু মানুষ সারাজীবন হৃদয়ে থেকে যান , ধর্মেন্দ্রজি ও তেমনি একজন মানুষ"।  অভিনেতা মনোজ বাজপেয়ী,ভূমি পেডনেকার সহ নতুন প্রজন্মের বহু অভিনেতাও শোকবার্তা জানিয়েছেন।
বিভিন্ন রাজনৈতিক মহলেও শোকের আবহ ছড়িয়ে পড়েছে। " ধর্মেন্দ্রর মৃত্যতে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান ঘটলো" বলে শোকবার্তা জানানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, সি পিআই (এম ) সাধারণ সম্পাদক এম.এ.বেবি ও অভিনেতার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন। 
গভীর শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।  এছাড়াও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যের  মুখ্যমন্ত্রীরাও শোক প্রকাশ করেছেন । 

Comments :0

Login to leave a comment