DR. SUBARNO GOSWAMI

মিথ্যা খবর প্রকাশে আইনি চিঠি পাঠালেন ডা. সুবর্ণ গোস্বামী

রাজ্য

অসত্য খবরের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংবাদ প্রতিষ্ঠানকে আইনি চিঠি পাঠালেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। চিকিৎসক আন্দোলনের এই নেতাকে আক্রমণের লক্ষ্য করেছে তৃণমূল এবং সহযোগী কিছু অংশ। 
চিকিৎসক গোস্বামীর আইনজীবী তাঁর সম্পর্কে প্রকাশিত সংবাদকে ভুয়ো এবং ভিত্তিহীন আখ্যা দিয়েছেন। মিথ্যা খবরে মানহানির অভিযোগ জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন গোস্বামীর আইনজীবী। 
আর জি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর হত্যার পর আন্দোলনের সামনের সারিতে রয়েছেন ডা. সুবর্ণ গোস্বামী। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’র তরফে যে প্রতিনিধিদল নিহত চিকিৎসকের বাড়ি গিয়েছি, সেখানেও ছিলেন তিনি। পরিবারের অভিযোগ জানান সংবাদমাধ্যমে। তাঁকে বারবার আক্রমণের লক্ষ্যবস্তুও করা হয়। লালবাজারেও অপর এক চিকিৎসকের সঙ্গে ডেকে পাঠানো হয়েছিল ডা. গোস্বামীকে।

Comments :0

Login to leave a comment