Durand Cup

চার শহরে এবারে হবে ডুরান্ড কাপ

খেলা

মোট ২৪ টি দল নিয়ে হতে চলেছে এবারের ডুরান্ড কাপ। এই প্রথম মোট চার রাজ্যেের চার শহরে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। কলকাতা, কোঝিকোড়, জামশেদপুর ও শিলংয়ে হচ্ছে ১৩৩ তম ডুরান্ড কাপের খেলা। 

ভারত তথা এশিয়ার প্রাচীনতম এই টুর্নামেন্টটিতে ২৪ টি দলকে মোট ৬ টি গ্রুপে ভাগ করা হবে । প্রত্যেকটা গ্রুপ থেকে একটি করে দল এবং চারটি গ্রুপের মধ্যে সেরা দুটি দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। এইভাবেই মোট ৮ টি দলকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। তারপর সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল। দুটি সেমিফাইনাল ও ফাইনাল এবং গ্রুপ লিগের ম্যাচগুলো নিয়ে মোট ২৩  টি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। ২৪ টি দলের মধ্যে ১৩ টি আইএসএল’র দল , ২ টি আইলিগের , ৩ টি সার্ভিসেস, ৩ টি বিএসএফ,২ টি স্থানীয় দল এবং ১ টি বিদেশি দল থাকছে।

কলকাতাতেই সমস্ত গ্রুপ লিগের ম্যাচ খেলবে তিন প্রধান- ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং। টিকিটের ব্যাপারে ডুরান্ড কমিটি জানায় যে, তিন প্রধানের খেলায় প্রত্যেকটি দলকে যুবভারতীতে ৫০০০ করে ফ্রি টিকিট দেওয়া হবে এবং আইএফএ পাবে ১২০০ টিকিট । এছাড়াও , ডার্বিতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, উভয় দলকেই দেওয়া হবে ৫০০০ করে টিকিট এবং আইএফএ পাবে ১২০০ টি টিকিট। কিশোর ভারতীর খেলায় প্রত্যেকটি দল পাবে ২০০০ করে টিকিট । প্রত্যেকটি দলের ম্যাচের আগে প্রথমে অনলাইনে এবং তারপরে তাদের ক্লাব লন থেকেই পাওয়া যাবে সমস্ত টিকিট ।

পুরস্কার মূল্য গতবারের মতই থাকছে। চ্যাম্পিয়ন দল পাবে ৬০ লক্ষ , রানার্স দল ৩০ লক্ষ টাকা পাবে । এছাড়াও , এই বছরে গোল্ডেন বল উইনার, গোল্ডেন বুট উইনার , গোল্ডেন গ্লাভস উইনাররা প্রত্যেকেই পাবেন ৫ লাখ টাকা করে ।  গত বছরে বাংলার দুই প্রধানই উঠেছিল ফাইনালে। 

ফোর্ট উইলিয়ামের আর্মি অফিসার্স ইনস্টিটিটে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ডুরান্ড কাপের প্রেস কনফারেন্স। এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস এবং মনোজ তিওয়ারি। ছিলেন সেনার ইস্টার্ন কম্যান্ডর চেয়ারম্যান লেফটেনেন্ট জেনারেল আর সি শ্রীকান্ত। এই প্রেস কনফারেন্সে মূলত ঘোষণা হলো ডুরান্ড কাপের ফরম্যাটের।

Comments :0

Login to leave a comment