Elephant Attacks

হাতির হামলা গয়েরকাটা চা বাগানে, গুরুতর আহত দুই শ্রমিক

জেলা

গয়েরকাটা চা বাগানে দাঁতালের আকস্মিক হামলায় গুরুতরভাবে আহত হলেন দুই জন শ্রমিক। শুক্রবার বিকেল ৪টে নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগানের ৯ নম্বর সেকশনে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
​আহতরা হলেন গয়েরকাটা চা বাগানের মুন্সী লাইনের বাসিন্দা প্রদীপ কুজুর(৪৫) ও চিরু ওরাওঁ(৬৫)।
​জানা গেছে, শুক্রবার বিকেলে চা বাগানের ৯ নম্বর সেকশনে অন্যান্য শ্রমিকদের সাথে তাঁরা কীটনাশক স্প্রে করার কাজ করছিলেন। সেই সময় নদী পেরিয়ে হঠাৎই একটি দাঁতাল হাতি বাগানে ঢুকে পড়ে। হাতিটি প্রথমে এক মোষ চাড়ক বৃদ্ধ, চিরু ওরাওঁকে শুঁড় দিয়ে আক্রমণ করে। এরপরই দাঁতালটি কীটনাশক ভর্তি ট্যাঙ্ক উল্টে দিলে গুরুতর আঘাত পান শ্রমিক প্রদীপ কুজুর।
​হাতির এমন তাণ্ডব দেখে অন্যান্য শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে চিৎকার শুরু করলে হাতিটি কিছুটা দূরে সরে গিয়ে বাগানের মাঝখানে অবস্থান করে। দ্রুত আহত দুজনকে উদ্ধার করে প্রথমে বাগান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে এবং পরে দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
​বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তরের রেঞ্জার হিমাদ্রী দেবনাথ জানান, হাতির হামলায় দুজন আহত হওয়ার খবর পাওয়ার পরই দ্রুত দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি, দাঁতালটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করা হবে বলেও তিনি জানান।

Comments :0

Login to leave a comment