গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় ফের এলাকায় অশান্তি ছড়াল দাঁতাল হাতির অনুপ্রবেশে। মঙ্গলবার রাতে গরুমারার জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি বেরিয়ে মূর্তি নদী পেরিয়ে সরাসরি ঢুকে পড়ে মূর্তি পর্যটন কেন্দ্রে। সেই সময় পর্যটন কেন্দ্রে বহু পর্যটক ও স্থানীয় মানুষের উপস্থিতি থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাতিটি পর্যটন কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। স্থানীয়রা প্রথমে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলেও সফল হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় অবশেষে দাঁতালটিকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন বনকর্মীরা।
উল্লেখ্য, কয়েকদিন আগেও অনুরূপভাবে আরেকটি হাতি জঙ্গল ছেড়ে লোকালয় ও পর্যটন কেন্দ্রে ঢুকে পড়ে। বনদপ্তর সূত্রে জানা যায়, খাবারের সন্ধানেই হাতিরা বারবার জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করছে। মঙ্গলবার রাতের ঘটনায় মুহূর্তের মধ্যেই ব্যাপক আতঙ্ক তৈরি হলেও হাতিটি জঙ্গলে ফিরে গেলে স্বস্তি ফেরে পর্যটক ও স্থানীয়দের মধ্যে।
Elephant
পর্যটন কেন্দ্রে দাঁতাল, আতঙ্কে পর্যটকরা
×
Comments :0