village flooded

দু দিনের বৃষ্টিতে প্লাবিত গোটা গ্রাম, কালভার্টের দাবিতে অবরোধ স্থানীয়দের

জেলা

শুক্রবার বাঁকুড়ার ইন্দপুর থানার ভেদুয়াশোল গ্রামে জলমগ্ন মানুষজন খাতড়া-বাঁকুড়া রাস্তায় অবরোধে নেমেছেন। ছবি:মধুসূদন চ্যাটার্জি।

দুদিনের বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়েছে ইন্দপুর থানার ভেদুয়াশোল গ্রাম। বহু বাড়িতে জল ঢুকে গেছে। থৈ থৈ করছে পুরো রাস্তাঘাট। প্রশাসনের উদাসিনতার ফলেই এই বিপর্যয়ের মুখে পড়েছে মানুষজন। এই অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টিপাতের মাঝেই বাঁকুড়া-খাতড়া রাস্তায় ভেদুয়াশোলে অবরোধে নামেন গ্রামের মানুষজন। এই অবরোধে মহিলাদের সংখ্যাই ছিল বেশি। 
এলাকার বাসিন্দা রুপালি বাউরি জানান, "আমাদের সব ঘরের ভেতরে এক হাঁটু করে জল ঢুকে গেছে। ছেলে মেয়েরা থাকতে পারছেনা। খাবার, বিছানা সব কিছুই ভিজে গেছে। জল ছেঁকে ফেলার চেষ্টা করা হচ্ছে। এলাকার বাসিন্দা দ্বিজপদ পাত্র জানান, "গ্রামের পাশে উঁচু রাস্তার মাঝে যে নিকাশি পাইপ রয়েছে তা অতি ছোট ও দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টির জলও সেই পাইপ দিয়ে বের হতে পারেনা। ফলে গোটা গ্রাম কার্যত জলমগ্ন হয়ে পড়ে। বহুবার আমরা বলেছিল কালভার্ট তৈরী করে দিতে, কিন্তু প্রশাসন কোনও নজর দেয়নি। মানুষের প্রশ্ন একটা কালভার্ট করতে কতদিন সময় লাগবে? কেন প্রশাসন সব কিছু জেনেও হাত গুটিয়ে বসে আছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন এই বৃষ্টিতে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে মানুষজন কী করবেন বুঝতে পারছেনা। এদিন সকালেও প্রবল বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাত হতে থাকে। সেই অবস্থাতেই ভেদুয়াশোল এলাকার মানুষ রাস্তায় নেমে পথ অবরোধ করেন। ঘটনাস্থলে ইন্দপুর থানার পুলিস এসে অবরোধ তোলার কথা বললে গ্রামবাসীদের সঙ্গে তাঁদের বচসা হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মানুষজন। পরে পুলিশ আশ্বাস দিলে অবরোধ ওঠে। ভেদুয়াশোল গ্রামের মানুষের দাবী অবিলম্বে কালভার্ট করতে হবে। এই দাবীতে তাঁরা অনড় থাকছেন। না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে যাবেন তাঁরা।

Comments :0

Login to leave a comment