বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন মস্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। সোমবার মন্ত্রিপরিষদ এই বিয়য়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলী ইমাম মজুমদার উপদেষ্টার পদমর্যাদা থাকাকালীন, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। রাষ্ট্রপতির নির্দেশে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
চাকরিজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ এয়ারলাইনস ও সোনালী ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে দায়িত্বও পালন করেন। ২০১৬ সালে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ২০২০ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
Comments :0