নবমীর সকালে প্রাক্তন জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ির দোতলা থেকে। তাকে উদ্ধার করে স্থানীয় চাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। নাদনঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। ঘটনাটি ঘটে বুধবার সকালে পূর্বস্থলীর এক ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিমতলা বাজারের ঘোষপাড়ায়। প্রাক্তন জওয়ান হরিনারায়ন মন্ডল (৬৮) বুধবার সকালে উঠে স্থানীয় বাজারে যায়। অনেকের সঙ্গে কথা বিনিময়ও হয়। সেখান থেকে ফিরে আসার পর নিজের বাড়ির দোতলার বারান্দায় ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে কারো সঙ্গে কোন মনোমালিন্য ছিল না। তিনি একমাত্র তাঁর শরীর নিয়ে চিন্তিত ছিলেন। তিনি সবসময় মনে করতেন আমি আর বাঁচবো না। এই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজনের দাবি।
Ex-soldier's hanging body recovered
প্রাক্তন সেনা জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

×
Comments :0