Fire Howrah

হাওড়ার আন্দুলে পিচ তৈরির কারখানায় আগুন

রাজ্য জেলা

হাওড়ার আন্দুল রোড হাঁসখালি এলাকায় বিধ্বংশী আগুন। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ পিচ তৈরির কারখানায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আগুনের গ্রাসে চলে যায় আশেপাশের আরও দুটি স্পঞ্জ তৈরির কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ধাপে ধাপে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আরও ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। শেষ পাওয়া খবরে জানা গেছে ঘটনাস্থলে দমকলের মোট ছটি ইঞ্জিন পৌঁছেছে।
দমকলের কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ করে চলেছেন। কারণ কারখানার ভিতরে প্রচুর দাহ্যবস্তু মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
আগুন লাগার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় মানুষ বলেছেন। আগুন লাগার অনেক পরে ধাপে ধাপে দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। একটা ইঞ্জিনের জল ফুরিয়ে যায়।‌ এখানে বহু পরিবারের বসবাস।‌ পিচ তৈরির কারখানায় প্রতিদিন কেমিক্যাল বহনকারী অনেক ট্রাক আসে। তবুও অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা তা আমাদের জানা নেই। আগুন লাগার পর গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা এসে দ্রুত কারখানার কর্মরত শ্রমিকদের বাইরে বের করে আনেন। তবে আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।‌

Comments :0

Login to leave a comment