পাচারের আগে গবাদি পশু উদ্ধার করলো পুলিশ। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলা বিহার সীমানা এলাকায় পাচারের আগে ২০টি গোরু উদ্ধার করলো খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনায় ধৃতদের মধ্যে চারজন অনিল কুমার (৫৪), পবন কুমার (৪৩), অরুন ভোলা (২০), বিকাশ রাঠোর (২৩) হরিয়ানার বাসিন্দা এবং রফিউল ইসলাম (৩৩) আসামের বাসিন্দা। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলা বিহার সীমান্তের চক্করমারি এলাকা থেকে দুটি ট্রাক খড়িবাড়ির দিকে যাচ্ছিলো। ট্রাক দুটি ত্রিপল দিয়ে ঢাকা ছিলো। রুটিন তল্লাশির সময় ট্রাক দুটিকে আটক করে তল্লাশি চালাতেই ট্রাক দুটির ভেতরে থাকা ২০টি গোরুকে উদ্ধার করা হয়। গবাদি পশু নিয়ে যাবার কোন বৈধ নথি দেখাতে না পারায় দুটি ট্রাকের পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিস। উদ্ধারের পর গবাদি পশুগুলিকে স্থানীয় খামারে রাখা হয়েছে।
Cow Smuggle
শিলিগুড়িতে ২০টি গোরু সহ গ্রেপ্তার ৫ পাচারকারী
×
Comments :0