EAST BENGAL

প্রথমার্ধ গোল শূন্য বড় ম্যাচে

খেলা

East Bengal

 

প্রথমার্ধের খেলায় গোল হলো না। গোড়ায় মোহনবাগান চাপ তৈরি করলেও দ্রু গোছানোর চেষ্টা করেছে ইস্টবেঙ্গলও। 

৩৬ মিনিটের মাথায় ম্যাচের রাশ মোহনবাগানের হাতে থাকলেও কিছুটা গোছানোর চেষ্টা করেছে ইস্টবেঙ্গল। সেই চেষ্টার প্রতিফলন বল দখলের হারেও পড়েছে। ইস্টবেঙ্গল খেলোয়াড়দের বল দখলের হার ২১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। 

যদিও ইস্টবেঙ্গলের অর্ধে মোহনবাগানের দাপট কমেনি। ইস্টবেঙ্গল গোল লক্ষ্য করে ৮টি শট নিয়েছে এটিকে মোহনবাগান। এর মধ্যে গোলের আশেপাশে থেকেছে ১টি।

অপরদিকে প্রথম ৩৬ মিনিটে মোহনবাগান গোল লক্ষ্য করে মোটে ২টি শট নিয়েছে লাল হলুদ। তার মধ্যে লক্ষ্যে ছিল ১টি।

প্রথমার্ধে কোনও দলই বলার মতো কোনও সুযোগ তৈরি করে উঠতে পারেনি।

Comments :0

Login to leave a comment