বিদ্বেষভাষণ বাড়ছে বিশ্বজুড়ে। বাড়ছে সামাজিক বৈষম্য। বিদ্বেষজনিত গণহত্যার ঘটনাও উদ্বেগজনক। রাষ্ট্রীয় স্তরে তৎপরতার আহ্বান জানিয়ে এ কথা বলেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি বলেছেন, ‘‘সত্তর বছর আগে আন্তর্জাতিক স্তরে বিদ্বেষজনিত গণহত্যা রোধে প্রস্তাব পাশ হয়েছিল। অথচ বাস্তব হলো আজও বিশ্বজুড়ে বিদ্বেষভাষণ চলছে। গণহত্যার শিকার হচ্ছেন বিভিন্ন অংশ।’’
সংখ্যালঘু এবং বিদ্বেষের শিকার বিভিন্ন অংশকে রক্ষার জন্য সব দেশের সরকারকে ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন গুতেরেস। সেই সঙ্গে সমাজের সব অংশকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গুতেরেস বলেছেন, ‘‘সংখ্যালঘু এবং বিদ্বেষের শিকার বিভিন্ন অংশকে রক্ষার দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। সেই সঙ্গে সামাজিক সম্প্রদায়ের নেতা, ধর্মীয় নেতা, নাগরিক সমাজ, বেসরকারি ক্ষেত্র এবং সংবাদমাধ্যমকে ভূমিকা নিতে হবে।’’
Comments :0