রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জে বন্ধ থাকা একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ওই মুদি দোকানের পাশে ছিল একাটি ঔষধের দোকান। বৃহস্পতিবার বেলা ১২টা ৫ মিনিট নাগাদ দুই দোকানের মাঝে ফাকা জায়গায় আগুন লাগে। দোকানের আশেপাশে অনেকগুলি দোকান ছিল। ব্যবসায়ী প্রথমে দমকলে খবর দেয়। ব্যবসায়ী ও প্রতিবেশিরা আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের বিরুদ্ধে দেরিতে যাওয়ার অভিযোগ উঠছে। দমকলের জল শেষ হয়ে যায়। পরে আরও দমকলের গাড়ি আসে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মানিক সুত্রধর কান্নায় ভেঙ্গে পরেন। তিনি বলেন, ‘‘কাঠের মিস্তির কাজ করি। খবর পেয়ে এসে দেখি সব শেষ। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রতিবেশিরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সময়মত খবর দেওয়ার পরে ৪০ মিনিটি পরে দমকলের একটা গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। আরও একটা ইঞ্জিন এসেছে। ক্ষয় ক্ষতির পরিমান বোঝা যাচ্ছে না।’’
এলাকার বাসিন্দা শুভদাস বিজয় সরকার ধীরেন সরকার অভিযোগ করে বলেন ‘‘ কোন রাজ্যে বাস করছি আমরা কলেজপাড়া থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে প্রায় পৌনে একঘন্টা সময় নিয়ে নিল। সুভাষগঞ্জের মানুষের চেষ্টায় প্রথমে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছিলো বলেই বাঁচোয়া। না হলে ৫০ মিটার দূরে ভরা বাজার ভস্মিত হয়ে যেতো। স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার সৌরভ সেনের দাবি আসবাবপত্র সহ ঘরে ভস্মিভুত ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা হবে।
Fire in Raiganj
আগুনে ভশ্মিভূত রায়গঞ্জের মুদি দোকান, ক্ষোভ
×
Comments :0