Anil DeshmuKh

বম্বে হাইকোর্টে জামিন পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ

জাতীয়

বম্বে হাইকোর্ট সিবিআইয়ের দায়ের করা একটি দুর্নীতির মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখকে জামিন দিয়েছে। সোমবার  এনসিপি’র এই নেতার বিরুদ্ধে মামলায়
আদালত নির্দেশ দেয় যে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের ভিত্তিতে জামিনে মুক্তি দেওয়া হবে। দেশমুখকে তদন্তে সহযোগিতার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। 

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য জামিনের আদেশের উপর স্থগিতাদেশ চাওয়ার পরে, হাইকোর্ট বলেছে যে আদেশটি দশ দিন পরে কার্যকর হবে।

বিচারপতি মকরান্দ এস কার্নিকের একক বিচারকের বেঞ্চ ৮ ডিসেম্বর একটি বিশেষ সিবিআই আদালতের আদেশকে চ্যালেঞ্জ করেন অনিল দেশমুখ। সেই নির্দেশে দেশমুখের জামিনের আবেদন খারিজ করা হয়েছিল। 

Comments :0

Login to leave a comment