'INDIA' Speaker

বিরোধী স্বর দমন, লোকসভার অধ্যক্ষকে লিখিত অভিযোগ ‘ইন্ডিয়া’-র

জাতীয়

লোকসভার বিরোধী দলনেতাকে বলতে না দেওয়ার অভিযোগ জানালো ‘ইন্ডিয়া’ মঞ্চ। বিরোধী দলগুলির এই মঞ্চ বৃহস্পতিবার লিখিত অভিযোগ জানিয়ে এসেছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছেই। 
২০১৯’র পর থেকে লোকসভায় উপাধ্যক্ষ নেই। এদিন অধ্যক্ষের কাছে তা নিয়েও অভিযোগ জানিয়েছে ‘ইন্ডিয়া’। 
কংগ্রেস সাংসদ গৌরব গগৈ সংবাদমাধ্যমে বলেছেন একাধিক মুতুবি প্রস্তাবের ওপর আলোচনার নোটিশ অগ্রাহ্য করেছেন অধ্যক্ষ। 
কংগ্রেসের পাশাপাশি সিপিআই(এম), সিপিআই, সমাজবাদী পার্টি, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, শিবসেনা (উদ্ধব থ্যাকারে), এমডিএমকে, কেরালা কংগ্রেসের মতো বিজেপি-বিরোধী বিভিন্ন দল। 
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবারই অভিযোগ করেন যে তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। অন্য একটি বিষয়ে রাহুলকে অধ্যক্ষ রাহুলকে লোকসভার মর্যাদা রক্ষার কথা বলে বিবৃতি দেন। লোকসভার বিরোধী দলনেতাকে সংসদ পরিচালনার বিধিও মানতে বলেন তিনি।
এদিন অধ্যক্ষের এমন বিবৃতি নিয়েও প্রশ্ন তুলেছে ‘ইন্ডিয়া’। প্রশ্ন তোলা হয়েছে যে রাহুল কোন বিধি ভেঙেছেন তা নির্দিষ্ট করতে। 
কংগ্রেসের মুখ্য সচেতক মানিকম টেগোর বলেছেন, সরকার পক্ষ বিরোধী সদস্যদের সঙ্গে সঠিক আচরণ করছে না। বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হচ্ছে না। বিরোধী সাংসদরা ব্যথিত। 
অধ্যক্ষ সংসদীয় বিধির প্রসঙ্গ তুললেও প্রধানমন্ত্রী নিজে তা কতটা মানেন সে প্রশ্নও এদিন তুলেছেন বিরোধীরা। 
তাঁরা বলেছেন, লোকসভার কার্যসূচিতে না থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভ নিয়ে বিবৃতি দেন। আবার বিরোধী সাংসদরা জরুরি কোনও বিষয় নিয়ে বলতে উঠলে তা সূচিতে না থাকার কারণ দেখিয়ে মাইক বন্ধ করে দেন লোকসভার অধ্যক্ষ।

Comments :0

Login to leave a comment