রবিবার গোয়ায় ইন্টার কাশীর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল চার্চিল। ৫৭ মিনিটে মোরেনোর গোলে চার্চিল এগিয়ে গেলেও ৬৩ও৬৫ মিনিটে লালরেন্দিকা ও স্তানকোভিচের গোলে এগিয়ে যায় ইন্টার কাশী। কিন্তু ম্যাচের শেষ মুহুর্তে ৯০+৫ মিনিটে রালতের গোলে সমতা ফেরায় চার্চিল। ২১ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট ৩৯ হলেও গোলপার্থককে অনেকটাই এগিয়ে চার্চিল। শেষ ম্যাচ ড্র করতে পারলেই আইলিগ উঠবে চার্চিলেরই হাতে।
I League 2025
আইলিগ জয়ের দোরগোড়ায় চার্চিল ব্রাদার্স

×
Comments :0