শনিবার আইপিএলে মুম্বইয়ের মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭: ৩০টায়। দুই দলই গত ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল। শনিবারের জয়ের সরণিতে তাই ফিরতে চায় দুই দলই। হার্দিক পান্ড খেলবেন নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে। ২০২২ সালে গুজরাট কে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক। বর্তমানে গুজরাটের অধিনায়ক শুভমান গিল n
Indian Premier League
আইপিএলে গুজরাট - মুম্বই লড়াই

×
Comments :0