আগামী ৬এপ্রিল লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে ইডেনে ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু ঐদিন রামনবমী থাকায় প্রশাসন থেকে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সুরক্ষা দিতে না পারায় বাতিল হয়েছিল ম্যাচটি। বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হল যে এই ম্যাচ হবে আগামী ৮এপ্রিল দুপুর ৩:৩০টে থেকে ইডেন গার্ডেন্সে। ঐদিন সন্ধ্যায় হায়দরাবাদ বনাম গুজরাটের ম্যাচ রয়েছে। ৮এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় পাঞ্জাব বনাম চেন্নাই ম্যাচের আগে দুপুরে ইডেনে হবে এই ম্যাচ। রবিবারের পরিবর্তে দর্শকরা মঙ্গলবার জোড়া ম্যাচের মজা উপভোগ করতে পারবে।
Indian Premier League
৬এর বদলে ৮ এপ্রিল হবে নাইটদের ম্যাচ

×
Comments :0