Australia India Test

অস্ট্রেলিয়া ১৫৬/৪, ভারত ১০৯ অলআউট

খেলা

Australia India Test

অস্ট্রেলিয়ার স্পিনাররাই ধরাশায়ী করল ভারতকে। দু’দেশের সিরিজের তৃতীয় টেস্টে ৮৪ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে বোলার উমেশ যাদবের ছক্কায় একশোর গণ্ডি পার হয়েছে। 

এই ম্যাচে পেসার মিশেল স্টার্ক ফিরেছেন দলে। ম্যাচের প্রথম ওভারেই ভারতীয় শিবিরে কাঁপুনি ধরিয়ে দেন স্টার্ক। দু’বার অ্যাপিল হয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার আউটের। প্রথমে কট বিহাইন্ড। তারপরই এলবিডব্লিউ’র। দু’বারই আউটের আবেদন নাকচ করেন আম্পায়ার। অস্ট্রেলিয়াও রিভিউ নেয়নি। 

ম্যাচের ষষ্ঠ ওভারেই স্পিন আক্রমণ নামায় অস্ট্রেলিয়া। তিন স্পিনার- লিয়ন, কুনেম্যান এবং মারফির ঘুর্ণিতে নাস্তানাবুদ হতে হয় ভারতকে। রোহিত শর্মা, শুভমন গিলরা একে একে প্যাভেলিয়নে ফিরতে থাকেন দ্রুত। 

প্রতিরোধ খানিকটা গড়েছিলেন কোহলি। ভরতকে নিয়ে ২৫ রানের জুটিও গড়েন। কোহলি দেখে ক্রিজে থিতু মনে হচ্ছিল। কিন্তু ব্যক্তিগত ২২ রানের মাথায় ফেরেন বিরাটও। 

বুধবার ইন্দোরে কে এল রাহুলকে বাইরে রেখে মাঠে নামে ভারত। তাঁর বদলে নেওয়া হয় শুভমন গিলকে। বোলিংয়েও পরিবর্তন হয়েছে। মহম্মদ শামির জায়গায় নেওয়া হয়েছে উমেশ যাদবকে।  

Comments :0

Login to leave a comment