india u19 vs australia u19

অনায়াস জয় বৈভবদের

খেলা

মাত্র আড়াই দিনেই খেলা শেষ করে দিল ভারতের জুনিয়র দল। অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে এক ইনিংস ও ৫৮ রানে হারালো তারা। প্রথম ইনিংসের ব্যবধানে ভারত এগিয়েছিল ১৮৫ রানে। 
‎ম্যাচের তৃতীয় দিন অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১২৭ রানে অলআউট হয়ে যায়। ৬৭ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর, অজি দলের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আরিয়ান শর্মা (৪৪ বলে ৪৩) দলের রান তিন অঙ্কে নিয়ে যান। 
‎ভারতের খিলান প্যাটেল (৩/১৯), দীপেশ দেবেন্দ্রন (৩/১৬), কিষণ কুমার (২/২৬), আনমোলজিৎ সিং (২/৫৫) বল হাতে সফল। 
‎৭ অক্টোবর, দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

Comments :0

Login to leave a comment