ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার রক্ষণাবেক্ষণেও লাগবে আমেরিকার সহায়তা। তার জন্য প্রায় ৮ হাজার কোটি টাকার চুক্তি সই করল ভারত।
প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার জানিয়েছে ‘সিক্সটিআর’ হেলিকপ্টার বাহিনী রক্ষণাবেক্ষণে পাঁচ বছরের চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে।
শুক্রবারই কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেছেন যে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি দ্রুতই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাণিজ্য সমঝোতা সংক্রান্ত আলোচনা নির্দিষ্ট সময়সীমা বেঁধে শেষ করা যায় না।
মন্ত্রক বলেছে, ‘‘যন্ত্রের অংশ, প্রশিক্ষণ, খারাপ যন্ত্রপাতি বদলানো, হেলিকপ্টারের জন্য সহায়তার মতো বিভিন্ন বিষয় এই চুক্তির মধ্যে রাখা হয়েছে।’’
মন্ত্রকের বক্তব্য, ‘‘দেশের মধ্যে এই হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকলে আমেরিকার ওপর নির্ভরতা কমবে। রক্ষণাবেক্ষণ পরিষেবায় সক্ষম হবে ছোট ও মাঝারি উৎপাদন ক্ষেত্র।’’
লকহিড মার্টিনের হেলিকপ্টার ‘এমএইচ-সিক্সটিআর সিহক‘ সাবমেরিন ধ্বংসের ক্ষেত্রে কার্যকর বলা হয়েছে।
বাণিজ্য সমঝোতা নিয়ে আলোচনার মাঝে ভারতকে একাধিক ক্ষেত্রে ছাড়ের জন্য চাপ দিচ্ছে আমেরিকা। ৫০ শতাংশ হারে আমদানি শুল্ক চাপিয়ে আবার ‘সমঝোতা’ চালাচ্ছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া বা চীন কড়া সুরে জবাব দিলেও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার মাথা নুইয়েই রেখেছে।
বাণিজ্য সচিব বলেছেন, ‘‘দু’টি সমঝোতার জন্য সমান্তরালভাবে আলোচনা চলছে। একটি বহু ক্ষেত্র নিয়ে দ্বিপাক্ষিক সমঝোতা। আরেকটি দ্রুত সম্পন্ন করার মতো বোঝাপড়ার কাঠামো। ভারত সব মতবিরোধ কটানোর চেষ্টা করছে। পালটা শুল্ক চাপানো একেবারে বন্ধ করার রাস্তা খোঁজা হচ্ছে।’’
বাণিজ্য সমঝোতায় ভারতের কৃষিক্ষেত্র পুরোপুরি খুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে আমেরিকা।
Seahawk US India
হেলিকপ্টার রক্ষণাবেক্ষণে আমেরিকাকে ৮ হাজার কোটি দেবে ভারত
×
Comments :0