মেঘলা ও আর্দ্র আবহাওয়ায় আমেদাবাদে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলকে এই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়া কাপ জয়ের দুদিনের মধ্যেই মাঠে নামছে ভারত। অন্যদিকে নেপালের হাতে পর্যুদস্ত হওয়ার দুদিনের মধ্যে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যেই ভারতীয় দল অনুশীলন করেছে মাঠে। ক্যারিবিয়ান দলও শিবির করেছে।
মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ এই টেস্টে খেলবেন, অনুশীলন থেকেই স্পষ্ট বোঝা যায়। দুজনেই সদ্য সমাপ্ত বেসরকারী টেস্টে খেলেছেন।
যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল যথেষ্ঠ ভালো ফর্মে আছেন। উইকেটরক্ষক ধ্রুব জুরেলও বেসরকারী টেস্টে ভালোই খেলেছেন।
মিডল অর্ডারে দায়িত্ব সামলাবেন বি সাই সুর্দশন ও দেবদত্ত পাডিক্কল। তবে নীতিশ রেড্ডি না পাডিক্কল? দু'জনের মধ্যে দলে কে থাকবে তা ঠিক করবে টিম ম্যানেজমেন্ট। বেসরকারি টেস্টে সদ্য দেড়শ করেছেন পাডিক্কল। অন্যদিকে নীতিশ বল হাতে বেশ সফল।
রয়েছেন শুভমন গিলও। অধিনায়ক হিসেবে এটি গিলের ভারতের মাঠে প্রথম টেস্ট।
সংবাদমাধ্যমকে গিল বলেছেন, ' ম্যাচ কতক্ষণ অব্ধি গড়ায় আর কত ওভার আমাদের ফাস্ট বোলারদের বল করতে হয় তা দেখে আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নেব।' তিনি যোগ করেন, 'ব্যাটার এবং বোলারদের সাহায্য করে এমন উইকেটে খেলা পছন্দ করবো। কোন দল ভারতে খেলতে এলেই মনে করে যে উইকেট স্পিনারদের সাহায্য করবে। এই বিষয়কে মাথায় রেখেই আমরা ঠিক করেছি উইকেট সকলের জন্য সমান হওয়া উচিত।'
ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ক্রিকেটের ইতিহাস খুবই পুরনো। ১৯৪৮ সাল থেকে দুই দলের মধ্যে টেস্ট ক্রিকেট খেলা চলছে। কি ঘরে কি বিদেশে ১৯ ৬৭ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের দাপট ছিল সেরা। ১৯৭১এ ভারত প্রথম ওয়েস্ট ইন্ডিজকে হারায় তাদের দেশে গিয়ে। ১৯৯৭ সাল পর্যন্ত নিজেদের দেশে ওয়েস্ট ইন্ডিজ দাপটের সঙ্গে খেলেছে। তবে, একবিংশ শতক থেকে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে নিজের দেশে বা ভারতে এসে টেস্ট ম্যাচে সফল হয়নি।
সব মিলিয়ে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে এগিয়ে গিলরা।
India vs West Indies
আজ শুরু প্রথম টেস্ট পাল্লা ভারী ভারতের

×
Comments :0