India vs West Indies

দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারত

খেলা

কোটলার ব্যাটিং সহায়ক ২২ গজে বড় রান ভারতের। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ২ উইকেট ৩১৮। ১৭৭ রানে অপরাজিত থাকেলন যশস্বী জয়সওয়াল। ২০ রানে অপরাজিত থেকে যায় অধিনায়ক গিল।
দ্বিতীয় দিন শনিবার সকালে ২ উইকেটে ৩১৮ রান নিয়ে খেলতে নামে ভারত। শতরান করলেন শুভমন গিল। তিনি ১৭৭ বলে ১০২ রানে অপরাজিত থেকে গেলেন। তবে জোড়া সেঞ্চুরি খুব কাছে এসে গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। ২৫৮ বলে ১৭৫ রান করেন তিনি। ১০০ ওভারে ভারতের রান গিয়ে দাড়ায় ৩ উইকেট ৩৭১ রান। ৪৩ রানে আউট হন নীতিশ রেড্ডি। লাঞ্চ ব্রেকের আগে ভারতের স্কোর ৪ উইকেট ৪২৭ রান। তখনও ক্রিজে ছিলেন গিল ধ্রুব জুরেল ৩০ বলে ৭ রান। গিলের ৭৫ রান ১৩৫ বলে। ৪৪ রানে আউট জুরেল। ১৩৪.২ ওভারের মাথায় ৫১৮ রানের মাথায় ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ১২৮ রানে অপরাজিত শুভমন গিল। ৩৭৮ রানে লিড দেয় ভারত। দিনের শেষে ৪৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ১৪০ রান।
ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল ও তেগনারিন চন্দ্রপলকে এদিন শুরুতে সাবধান হয়ে খেলতে দেখা যায়। সাত ওভারে রবীন্দ্র জাদেজার বলে মাত্র ১০ রানে মাঠ ছাড়েন  ক্যাম্পবেল। চন্দ্রপল আউট হন ৩৪ রানে। কুলদীপ যাদব ৪১ রানের মাথায় ফিরিয়ে দেন ৪১ রানে। অধিনায়ক রস্টন চেজের উইকেটও তুলে নেন রবীন্দ্র জাদেজা। ক্রিজে ৩১ রানে অপরাজিত রয়েছেন শাই হোপ। ১৪ রানে অপরিজিত ইমলাচ।  ৩ টি উইকে পেয়েছেন জাদেজা। কুলদীপ পেয়েছেন ১টি উইকেট।

Comments :0

Login to leave a comment