আমেরিকার টেক্সাসে গুলি করে হত্যা করা হয়েছে এক ভারতীয় ছাত্রকে। স্থানীয় গ্যাস স্টেশনে কর্মরত ছিলেন ওই ছাত্র চন্দ্রশেখর পোলে।
চন্দ্রশেখরের বাড়ি হায়দারাবাদে। দন্ত শল্য চিকিৎসার স্নাতক স্তরের পড়া শেষ করে উচ্চতর শিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন ওই ছাত্র।
তেলেঙ্গানার বিরোধী দল বিআরএস বিধায়ক টি হরিশ রাও সংবাদমাধ্যমে এই ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর প্রকাশ করেছেন। রাজ্যের কংগ্রেস সরকারের কাছে তাঁর দাবি, নিহত ছাত্রের দেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
রাও জানিয়েছেন যে চন্দ্রশেখরকে ‘দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে’।
Indian Student Murdered
টেক্সাসের গ্যাস স্টেশনে ভারতীয় ছাত্রকে হত্যা

×
Comments :0