ইরানি কাপের প্রথম দিনে বিদর্ভ ৫ উইকেটে ২৮০ রান তুলেছে। অথর্ব টাইডে ও যশ রাঠোরের ব্যাটিং বিদর্ভর ইনিংসকে সম্মানজনক অবস্থায় পৌঁছিয়ে দেয়। এই দুই ব্যাটার বাদে আর কোন ক্রিকেটারই ব্যাট হাতে সফল হননি। রাঠোর ৯১ করে আউট হয়ে গেলেও, অথর্ব ১১৮ রানে ব্যাট করছেন। মানব সুথার ৬৪ রানে তিন উইকেট নিয়েছেন।
Irani Cup
লড়ছে বিদর্ভ, অথর্বর শতরান

×
Comments :0