নিজেদের কোনো বাসিন্দার মৃত্যুর জন্য দায়ী মনে করলেই যে কোনও প্যালেস্তিনীয় বন্দিকে হত্যা করতে পারবে ইজরায়েল। এই মর্মে আইনের জন্য বিল পেশ হয়েছে ইজরায়েলের জাতীয় আইনসভা নেসেটে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত তো বটেই, প্রতিবাদ হয়েছে ইজরায়েলের মধ্যেই।
বুধবার গাজার প্রতিরোধী আন্দোলন হামাস বলেছে, ‘‘এই আইনের দিকে এগনোর অর্থ প্যালেস্তিনীয়দের হত্যাকে আইনি মোড়ক দেওয়ার ব্যবস্থা করছে ইজরায়েল। প্যালেস্তাইনের জমিতে ঢুকে পড়ে দখলদারি চালাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী। যে কাউকে বন্দি করছে। তাকে হত্যা করার আরও সহজ ব্যবস্থা করা হচ্ছে।’’
গত মঙ্গলবার ইজরায়েলের জাতীয় আইনসভা নেসেটে বিলটি পেশ করেন তীব্র দক্ষিণপন্থী জিউস পাওয়ার পার্টির নেতা এবং মন্ত্রী বেন গাভির। তীব্র প্রতিবাদও হয়। নেসেটে আরব বংশোদ্ভূত সদস্য আয়নান ওদে বলেন যে সরাসরি জাতিবিদ্বেষকে আইনি অনুমোদন দেওয়া হচ্ছে।
বিলটি পেশ করা হবে কিনা তা নিয়েই ভোটাভুটি হয় নেসেটে। মোট ১২০ সদস্যের মধ্যে ভোটে সবাই অংশ নেননি। ৩৯-১৬ ভোটে বিলটি পেশ করার অনুমতি দেয় নেসেট।
একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বলেছে যে ইজরায়েলের বিভিন্ন জেলে বন্দি রয়েছেন অন্তত ১০ হাজার প্যালেস্তিনীয়। তাঁদের সামরিক বাহিনী জোর করে তুলে নিয়ে এসেছে। এদের যে কারও বিরুদ্ধে ‘হত্যার কারণ’ দেখিয়ে দেওয়া কঠিন নয়। তারপর তাদের হত্যা করা হবে। ইজরায়েলের জেলে বহু প্যালেস্তিনীয়কে বিভিন্ন সময়েই হত্যা করা হয়েছে চালানো হয়েছে নিপীড়নও।
উল্লেখ্য, ইজরায়েলের সামরিক বাহিনীর প্রধান আইনজীবীকে সম্প্রতি বন্দি করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ইজরায়েলের জেলে প্যালেস্তিনীয় বন্দিদের মারাত্মক নিপীড়নের ভিডিও ফাঁস হয়ে গিয়েছে। ঘটনার সঙ্গে এই আইনজীবীর যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছেন নেতানিয়াহু।
এদিকে প্যালেস্তাইনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী দাবি তুলেছে যে আন্তর্জাতিক তদন্ত কমিশন গড়ে ইজরায়েলের জেলে বন্দি প্যালেস্তিনীয়দের পরিস্থিতি খতিয়ে দেখতে হবে।
Israel Execution Palestinians
প্যালেস্তিনীয় বন্দিদের হত্যার আইন করছে ইজরায়েল
×
Comments :0