সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসাবে সোমবার শপথ নিলেন দীপঙ্কর দত্ত। তাঁকে শপথ বাক্য পাঠ করান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
কেন্দ্রীয় আইন মন্ত্রকের অধীনস্ত বিচারবিভাগীয় দপ্তর রবিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ হতে চলেছেন। এদিন তাঁর নিয়োগের পর সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে হলো ২৮। বিচারপতি দত্তের নাম গত বছর সেপ্টেম্বরে সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। তখন কলেজিয়ামের নেতৃত্বে ছিলেন বিচারপতি ইউইউ ললিত।
১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি কলকাতায় জন্ম বিচারপতি দীপঙ্কর দত্তের। তাঁর বাবা প্রয়াত সলিলকুমার দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি৷ ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন বিচারপতি দত্ত। সেই বছরের ১৬ নভেম্বর থেকে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। একসময়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এদিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে শপথ নিলেন।
Comments :0