Attack Kalna

বাড়িতে ঢুকে হামলা মহিলাদের উপর

রাজ্য

বাড়িতে ঢুকে মহিলা ও শিশুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠলো তৃণমূলের নেতা ও তার দলবলের বিরুদ্ধে। কালনা শহর তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারির বিরুদ্ধে এই অত্যাচার ও দাদাগিরি অভিযোগ উঠেছে। ঘটনায় প্রবল ক্ষুব্ধ এলাকার মানুষ। তাঁদের বক্তব্য, পুলিশ ওই নেতাকে গ্রেপ্তার করলেও কড়া ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বিষয়টি লঘু করে দিয়েছে। জামিনও পেয়ে গিয়েছেন ওই নেতা।

কালনা পৌরসভা এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির মারাত্মক অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাতে দেখা খাচ্ছে কালনা শহর তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি শ্বাসপুরের দেবনাথ পাড়ায় একটি বাড়িতে ঢুকে বাড়ির মহিলাদের মারধর করছে। অভিযোগ, এমনকি পরিবারের শিশুরাও নির্যাতন থেকে রেহাই পায়নি। 

এরপর নির্যাতিত পাল পরিবারের পক্ষ থেকে কালনা থানায় লিখিত অভিযোগ জানালে অভিযুক্ত গোপাল তেওয়ারিকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩৫১/২, ৭৯, ১১৫/২, ১১৭/২ ও ৩ এবং ৪ ধারায় মামলা দায়ের করা হয়। রবিবার তাঁকে কালনা আদালতে হাজির করানো হয়। সমস্তই জামিনযোগ্য ধারা ছিল ফলে গোপাল তেওয়ারি সহজেই জামিন পেয়ে যান। প্রশ্ন দেখা উঠেছে, মহিলার গায়ে হাত তুলেও তিনি কি করে জামিন পেয়ে যান।

জানা গেছে, অভিযুক্ত গোপাল তেওয়ারি জোর করে একটি জায়গা দখল করে পাঁচিল দিয়ে ঘিরে নিতে যান। এই কাজে  বাধা দেওয়ায় মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ও  অন্যান্য লোকজনকে মারধর করেন গোপাল তেওয়ারি ও তার বাহিনী। নির্যাতিতা মহিলার বক্তব্য, আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে সেই জমি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে এই ঝামেলা অশান্তির সূত্রপাত। গোপাল তেওয়ারি এবং শুক্রবার একবার এবং ফের শনিবার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে। এরপরে থানায় সব জানানো হয়। ক্ষুব্ধ এলাকাবাসীর বক্তব্য, অভিযুক্তের জামিন হয়ে গেছে। আসলে শাসক দলের নেতা কর্মীদের ভয়ে ভীত পুলিশ।

মাত্র কয়েকদিন আগেই তৃণমূল পরিচালিত কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের দাদাগিরির নমুনা সামনে আসে। একটি অনুষ্ঠানবাড়ির নিরাপত্তা রক্ষীদের তিনি ধাক্কা মেরে সরিয়ে দেন বলে অভিযোগ ওঠে, খারাপ ব্যবহার করেন তাঁদের সঙ্গে। সেই ছবি সামনে আসতে ব্যাপক শোরগোল ওঠে এলাকায়। এবার সেই কালনা পৌরসভা এলাকাতেই ভাইরাল হলো মহিলা নির্যাতনের ঘটনা। এতে স্বভাবতই ক্ষোভ দেখান এলাকাবাসী।

Comments :0

Login to leave a comment