Kalyani VC resigned

পদত্যাগপত্র কল্যাণীর উপাচার্যের

জেলা

পদত্যাগ করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমলেন্দু ভূঁইয়া। 
সোমবার তিনি রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে বলেন, পদত্যাগ পত্র পাঠালাম।  তা গ্রহণ করার এক্তিয়ার রাজ্যপালের।

দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় আসা বন্ধ করে দিয়েছিলেন উপাচার্য। প্রথম দিকে শারীরিক অসুস্থতাও কারণ ছিল। পরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধায় আসা বন্ধ করেন। সোমবার বিশ্ববিদ্যালয়ে এসে কিছু ফাইলে সইও করেছিলেন। কিন্তু শিক্ষাকর্মীরা অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে উপাচার্যের ঘরের সামনে বেশ কিছুদিন ধরেই অবস্থান করছিলেন। 

সোমবার তৃণমূলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের দপ্তরের দুটি গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। বিকেলে উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া জানান যে রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘পদত্যাগ পত্র গ্রহণ করার বিষয়টি রাজ্যপালের ওপর নির্ভর করে। অনেকেই আমাকে চাইছেন না। সেই জন্যই এই পদত্যাগ।’’ 

অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষা কর্মীরা বিশ্ববিদ্যালয় অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ও এদিন নানা দাবি দাওয়া নিয়ে উপাচার্যের ঘরে যান এবং তাঁকে জানান যে বিশ্ববিদ্যালয় কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কোন সিদ্ধান্তই তিনি সঠিকভাবে নিতে পারছেন না। এই অবস্থার মধ্যেই এদিন পদত্যাগের চিঠি পাঠান। 

Comments :0

Login to leave a comment