KASHMIRI PANDIT CONGRESS

কংগ্রেসে যোগ দিল কাশ্মীরী পণ্ডিতদের সংগঠন

জাতীয়

গত কয়েক বছরে বিভিন্ন সময়েই বিক্ষোভ দেখিয়েছেন কাশ্মীরী পণ্ডিতরা। তেমনই একটি বিক্ষোভের ছবি।

কাশ্মীরী পণ্ডিতদের একটি সংগঠন মিশে গেল কংগ্রেসের সঙ্গে। জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের দপ্তরে এই সিদ্ধান্ত জানিয়েছে অল ইন্ডিয়া কাশ্মীরী হিন্দু ফোরামের সভাপতি রতন লাল ভান। 
কাশ্মীরে পণ্ডিতদের এমন একাধিক সংগঠনই রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি বিকর রসুল ওয়ানি বলেছেন, ‘‘এই সিদ্ধান্ত কংগ্রেসকে নিশ্চয় শক্তিশালী করবে।’’ কাশ্মীরী পণ্ডিতদের বাকি সংগঠনগুলিকেও কংগ্রেসের সঙ্গে সম্পর্ক গড়ার আবেদন জানান ওয়ানি। 
কাশ্মীরী পণ্ডিতদের পুনর্বাসনের প্রতিশ্রুতি কেবল বিজেপি দেয়নি। সন্ত্রাসবাদের কারণে উচ্ছেদের ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দিয়ে সারা ভারতে প্রচারও করেছে। ‘কাশ্মীর ফাইলস’ সিনেমায় সেই বক্তব্যই থেকেছে। বিজেপি নেতারা প্রদর্শনের ব্যবস্থাও করেছেন। কিন্তু জম্মু ও কাশ্মীরে পণ্ডিতদের ক্ষোভ কমেনি।
ওয়ানি বলেছেন, ‘‘বিজেপি কাশ্মীরী পণ্ডিতদের যন্ত্রণাকে ব্যবহার করে সারা দেশে ভোট কুড়িয়েছে। পুনর্বাসনের জন্য কিছু করেনি। গত দশ বছরে অবস্থা আরও খারাপ হয়েছে।

Comments :0

Login to leave a comment