পাহাড়ের গা বেয়ে ধস নেমেছে টয়ট্রেন চলার লাইনেও। লাইন জায়গায় জায়গায় বসে গিয়েছে। কোথাও আবার টয়ট্রেনের লাইন শূন্যে ঝুলছে। শিলিগুড়ি থেকে কার্শিয়াঙ এবং দার্জিলিঙ অনির্দিষ্টকালের জন্য টয়ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। কার্শিয়াঙের চার থেকে পাঁটি জায়গায় টয়ট্রেনের লাইনে বড় ধস নেমেছে। কার্শিয়াঙের ডিএইচআর সদর দপ্তরের আধিকারিকেরা ইতোমধ্যেই ধস বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত টয়ট্রেনের লাইন পরিদর্শনে গেছেন। যদিও ডিএইচআর কর্মীরা টয়ট্রেনের লাইন থেকে ধস পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে।
প্রাকৃতিক দূর্যোগের কারনে মহাত্মা গান্ধির দার্জিলিঙ সফরের ১০০বছর পূর্তি উপলক্ষ্যে একমাস ব্যাপী শতাব্দী যাত্রার অনুষ্ঠানও বাতিল করেছে ডিএইচআর কর্তৃপক্ষ। ডিএইচআর সূত্রে জানা গেছে, মহাত্মা গান্ধি দার্জিলিঙে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন ১৯২৫সালে। সেই সাক্ষাতের সময়কালে ১০০বছর পূর্তি উপলক্ষ্যে পাহাড় ও সমতলের মধ্যে আটটি যাত্রার আয়োজন করার কথা ছিলো। ধসের কারনে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠান। প্রসঙ্গত সম্প্রতি প্রায় দুই মাসে বিভিন্ন সময় পাহাড়ে ধসের কারনে টয়ট্রেন পরিষেবা স্তব্ধ ছিলো। প্রায় ১৫দিন টয়ট্রেন চলেনি পাহাড়ী পথে। ফের স্বাভাবিক ছন্দে ফিরেছিলো খেলনা গাড়ির চলাচল। কিন্তু ফের প্রাকৃতিক বিপর্যয়ে টয়ট্রেন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো। ব্যাপক ক্ষতির মুখে দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতু।
দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ে তরপে জানানো হয়েছে, তিনধারিয়া থেকে কার্শিয়াঙ পর্যন্ত একাধিক টয়ট্রেন চলার লাইনে ধস নেমে লাইন বসে গেছে। লাইনের নীচে থেকে মাটি সরে গেছে। রবিবার সকাল থেকে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিঙ ও দার্জিলিঙ থেকে নিউ জলপাইগুড়ি গামী টয়ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। ডিএইআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, আপাতত দার্জিলিঙ থেকে ঘুম ও এনজেপি থেকে রংটং পর্যন্ত জয়রাইড চলছে। প্রাকৃতিক বিপর্যয়ে টয়ট্রেনের লাইন বহু জায়গায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইন মেরামত করে কবে পরিষেবা স্বাভাবিক হবে তা একেবারেই অনিশ্চিত।
Comments :0