NH-10 Closed

এখনও ধ্বংসের ছবি স্পষ্ট মিরিকে, ফের ধসে বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন

রাজ্য জেলা

১০ নম্বর জাতীয় সড়কে ধস।

ফের বড় ধরনের ধস নেমে বন্ধ হয়ে গেলো বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। গত ৪ অক্টোবর রাতের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে সমগ্র উত্তরের দার্জিলিঙ পার্বত্য এলাকা। পাহাড়ের উঁচু স্থান থেকে ধসে মাটি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়ের পরে এতোদিন পরেও বিপর্যয় কাটেনি। দার্জিলিঙ জেলার সবচাইতে ক্ষতিগ্রস্ত মিরিক মহকুমা। সেখানে এখনও ধ্বংসের ছবি স্পষ্ট। জন বসতি থেকে শুরু করে কোন কিছুরই অস্তিত্ব নেই। মিরিকের গ্রামগুলি ধস বিধ্বস্ত হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। চারিদিকে নির্জনতা বিরাজ করেছে। বিপর্যয় পরবর্তী সময়ে বৃষ্টি থামতেই দার্জিলিঙ, কার্শিয়াঙ, কালিম্পঙ প্রতিদিন একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। 
জানা গেছে, ২৯ মাইল থেকে গেইলখোলা যাবার রাস্তার ওপর বৃহস্পতিবার রাতে জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামে। ধসে জাতীয় সড়কের একাংশ ধসে গেছে। কোথাও আবার রাস্তা খাদে ভেঙে পড়েছে। ধসের দরুন বড় বড় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বৃহস্পতিবার রাত থেকেই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবারও জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিলো। যদিও এদিন সকাল থেকেই ধস পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। ধস সরিয়ে কবে নাগাদ জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হবে সেবিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও সঠিকভাবে কোনকিছূ জানানো হয়নি। ধস পড়ে জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলিতে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে খবর, পাহাড় কেটে অন্ততঃপক্ষে ছয় ফুট রাস্তা প্রশস্ত করতে হবে। তবেই ওই সড়ক দিয়ে যান চলাচল করানো সম্ভব। বর্তমান পরিস্থিতিতে কোনভাবেই জাতীয় সড়ক দিয়ে যান চলাচল করা সম্ভব নয়। দ্রুত মেরামতির কাজ চলছে। জাতীয় সড়ক বন্ধ থাকায় সেবক থেকে লাভা এবং আলগাড়া হয়ে গরুবাথান, কালিম্পঙ হয়েছে সিকিমে যান চলাচল করানো হচ্ছে। ফলে বাংলা থেকে সিকিম যাতায়াতে বেশী চার ঘন্টা সময় লাগছে।  
প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটক বোঝাই গাড়ি সহ অনেক যানবাহন আটকে পড়েছে ওই সড়কে। কালিম্পঙের জেলা শাসক বালাসুব্রক্ষ্মন্যম টি বলেন, রাতে জাতীয় সড়ক ধস কবলিত হয়ে পড়েছে। একাধিক জায়গায় ধস নেমেছে। কোথাও কোথাও রাস্তার বেশীরভাগ অংশই ধসে গেছে। ফলে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। সমস্ত গাড়িগুলিকে ৭১৮এ জাতীয় সড়ক দিয়ে ঘুরিয়ে চলাচলের জন্য বলা হয়েছে। এনএইচআইডিসিএল কাজ করছে।

Comments :0

Login to leave a comment