3 AUGUST PALESTINE PROTEST

গাজায় গণহত্যা, ৩ আগস্ট প্রতিবাদে বামপন্থীদের

জাতীয়

ইজরায়েলের হামলায় খাবার, জল নেই গাজায়। অভুক্ত শিশুদের এমন ছবি ঘুরছে সর্বত্র।

প্যালেস্তাইনে গণহত্যা চলছে। রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করে চলেছে ইজরায়েল। এর প্রতিবাদে ৩ আগস্ট বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানালো বামপন্থী দলগুলি। 
বুধবার এই মর্মে যৌথ আবেদন জানিয়েছে সিপিআই(এম), সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই(এমএল)-লিবারেশন। কেন্দ্রের বিজেপি জোট সরকারের কাছে বামপন্থীদের দাবি, ইজরায়েলের যুদ্ধের অস্ত্র এবং সরঞ্জাম দেওয়া বন্ধ করতে হবে। যেই ভারতীয় সংস্থাগুলি রপ্তানি চালাচ্ছে, তাদের লাইসেন্স বাতিল করতে হবে। ইজরায়েলের থেকেও অস্ত্র কেনা যাবে না। ঔপনিবেশিক জাতিবৈষম্যের দৃষ্টিভঙ্গিতে গণহত্যায় জড়িত ইজরায়েলের সঙ্গে কোনও সম্পর্ক রাখা চলবে না। ইজরায়লের বেআইনি দখলদারির সঙ্গে কোনও সম্পর্ক রাখা চলবে না।  
৭ অক্টোবর থেকে লাগাতার গাজার সাধারণ নাগরিকদের ওপর হানাদারি চালিয়ে যাচ্ছে ইজরায়েল। প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে প্রায় ২৩ লক্ষ মানুষের স্থায়ী কোনও বসতি নেই এখন। ঘর হারানো মানুষ আশ্রয় নিচ্ছেন ত্রাণ শিবিরে। সেই অস্থায়ী ত্রাণ শিবিরেও বোমা ফেলছে ইজরায়েল। বুধবার ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন সংবাদ প্রতিষ্ঠান আল জাজিরার এক সাংবাদিক এবং চিত্রগ্রাহক। ৭ অক্টোবর থেকে প্যালেস্তাইনের ১৬৭ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। 
বুধবার ইরানের তেহরানে হত্যা করা হয়েছে হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান ইসমাইল হানিয়েকে। তেহরানে হানিয়ের বাসভবনে হামলাকে বিশ্বাসঘাতক জায়নবাদী হামলা আখ্যা দিয়েছে হামাস। লেবাননেও বোমা ফেলছে ইজরায়েল। গাজার খান ইউনিস থেকে ৪২ জনের দেহ উদ্ধার হয়েছে এদিন। 
পাঁচ বামপন্থী দলের দাবি, আন্তর্জাতিক স্তর থেকে গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ নিতে হবে। প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে মর্যাদা দিতে হবে। ইজরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সংযোগ ছিন্ন করতে হবে। অস্ত্র পাঠানো চলবে না। রাষ্ট্রসঙ্ঘের জাতিবিদ্বেষ রোধ কমিটিকে সক্রিয় হতে হবে। ইজরায়েলের জাতিবিদ্বেষী সরকারকে অপরাধের জন্য শাস্তি দিতে হবে।   
সংগঠনের সব স্তরকে ৩ আগস্ট জমায়েতের আহ্বান জানিয়েছে পাঁচ বামপন্থী দল।

Comments :0

Login to leave a comment