জীবনের লড়াইয়ে, জীবিকার লড়াইয়ে, ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে লড়াইয়ে জয়ী হতে হলে দরকার মানুষের ঐক্য। বামপন্থীরা সেই ঐক্য গড়ার পক্ষে রাজনীতি করে। 
শনিবার বনগাঁয় পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন বিশাল সমাবেশে বক্তব্য রেখেছেন সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণন এবং সিআইটিইউ জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জিও। 
সেলিম বামপন্থাকে ব্যাখ্যা করে বলেছেন যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হয়েছে উত্তরবঙ্গে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। হারিয়েছেন জীবিকা। ভেসে গিয়েছে কৃষি জমি, বসতি। আর এখনই মুখ্যমন্ত্রী আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত এসআইআর, ভোটার তালিকায় কার নাম থাকবে বা থাকবে না, কে বাংলাদেশি কে ভারতীয় তা নিয়ে তরজায় ব্যস্ত।
নির্বাচনের আগে বিজেপি-তৃণমূল বলেছিল সিএএ-এনআরসি। সেলিম বলেন, বিজেপি এখন বলছে দেড় কোটি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। নির্বাচনে সময় বলেছিল ২ কোটি বাঙালিকে বাংলা থেকে বের করে দেওয়া হবে। এই সাহস কোথা থেকে আসে। চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ছিল। তখন একথা বলার সাহস হয়নি বিজেপি’র।  
সেলিম বলেন যে লালঝান্ডার রাজনীতি বিভাজনের রাজনীতিকে আটকে দিয়েছিল। আজকে যখন বিপন্ন মানুষ উত্তরবঙ্গে, বিজেপি আর তৃণমূল নজর ঘোরাতে ব্যস্ত তরজায়, তখন বামপন্থী ছাত্র-যুব-মহিলারা মানুষের পাশে ত্রাণ নিয়ে গিয়েছেন। গিয়েছেন চিকিৎসক, শিক্ষক, সমাজের বিভিন্ন অংশের মানুষ। মানুষ অর্থ সাহায্য করছেন ত্রাণের জন্য। এই জন্য বামপন্থার দরকার। 
সেলিম বলেন, আক্রান্ত মানুষই পারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে। কোনও ঘুষখোর, কোনও দালাল, কোনও নারদা-সারদা কাণ্ডের জোচ্চোররা তা পারে না। তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে না। 
মানুষ যখন মারা যাচ্ছেন তখন মুখ্যমন্ত্রী রেড রোডে কার্নিভাল করছেন মুখ্যমন্ত্রী। আমরা এমন ভাবতে পারিনি। 
তিনি বলেন যে বিজেপি আর তৃণমূল মানুষকে দেখে কেবল ভোটার হিসেবে, দেখেছে হিন্দু-মুসলিম হিসেবে। তারপর দেখেছে আদিবাসী-নেপালি-রাজবংশী-গোর্খালি-লেপচা হিসেবে ভাগ করে। কেন ভাগ করেছে? এই যে কৃষকসভা, বিজু কৃষ্ণন এখানে রয়েছেন। কৃষকনেতা হান্নান মোল্লা, অশোক ধাওলেরা মানুষকে এককাট্টা করেছেন। মোদী সরকারের কৃষক বিরোধী আইন বাতিল করতে বাধ্য করেছেন। 
সেলিম মনে করিয়েছেন যে জীবিকার লড়াইয়ে জয়ী হতে প্রয়োজন জনতার ঐক্য। 
AIKS Salim
জীবন-জীবিকার পক্ষে, তাই জনতার ঐক্য গড়ে বামপন্থীরা: বনগাঁয় সেলিম
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0