ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপটি। শুক্রবার নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। তারপর উত্তর-ছত্তিশগড় জুড়ে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে নিম্নচাপটি। কিন্তু এর প্রভাব থাকবে বঙ্গে। দক্ষিণ বঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী থেকে ওরি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আগামী ৯ অক্টোবর ফের একটি নিম্নচাপ তৈরী হতে পারে বঙ্গোপসাগরে।
দক্ষিনবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে থাকছে বিক্ষিপ্ত ভেবে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার ভারী বড়শি হবে মুর্শিদাবাদ সহ সংলগ্ন জেলায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি।
উত্তরবঙ্গে পরোক্ষ ভাবে প্রভাব ফেলবে এই নিম্নচাপটি। শুক্রবার ভারী বৃষ্টি হবে দার্জিলিঙ, কালিংপঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, মালদহ ও উত্তর দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলা গুলিতেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। শনিবার আরও দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে। এই দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরের বাকি জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।
Comments :0