MANDA MITHI Natunpata MONTH OF MAY

নতুনপাতা মণ্ডা মিঠাই মে মাসের সকাল মে মাসের বিকেল

ছোটদের বিভাগ

27 MAY MANDA MITHI  Natunpata  MONTH OF MAY

মে মাসের সকাল মে মাসের বিকেল


কৃশানু ভট্টাচার্য


পাজামা পাঞ্জাবি কিংবা লাল পাড় সাদা শাড়ি মে মাসের সকাল মানেই রবীন্দ্রনাথ। পঁচিশে বৈশাখের সকালে রোদ গায়ে লাগিয়ে' হে নূতন দেখা দিক আরবার ' গাইতে গাইতে পথচলা মানেই মে মাসের সকাল।
আরো এক ধরনের সকাল  
আছে মে মাসের। মাথা উঁচু করে একটা বড় বাঁশের উপর লাল পতাকাকে পত
পত করে উড়তে দেখা। আর চিৎকার করে বলা আমাদের অধিকার কাড়তে দেবো না।
 

কারণ এক মে মাসের জাতক আমাদের শিখিয়েছেন নিজেদের অধিকার  
লড়াই করেই অর্জন করে নিতে হয়।  আন্তর্জাতিক সেই দার্শনিক সারা পৃথিবীতে পথ দেখিয়েছেন কি করে একজন মানুষ তারা ন্যায্য অধিকার আদায় করে নিতে পারে । তাই সব মিলিয়ে এই বৈশাখের উত্তপ্ত আকাশ বাতাস মুখরিত  
হয়ে ওঠে গানে,  স্লোগানে, কবিতায় কিংবা যুক্তি তর্কশানিত বক্তব্যে।
সবাই জানে আমাদের এই ভারতীয় উপমহাদেশে মে মাস বড় উত্তপ্ত। কিন্তু এই মে মাসের কোন কোন বিকেল নিয়ে আসে এক ঝলক টাটকা বাতাস । নিয়ে আসে  
ঝড় । নিয়ে আসে এক পশলা বৃষ্টি । বৃষ্টির সেই রিমঝিম ধারায় স্নিগ্ধ মন খুঁজতে চায় নতুন সৃষ্টির এক জগত যে জগতে একদিন বিলীন হয়ে গিয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় বিলীন হয়েছিলেন সত্যজিৎ রায় কিম্বা রামকিঙ্কর। তাই মে  
মাস সৃজনেরও। সৃজনশীলতার নানা ধারায় পথ চলতে চলতে এই মে মাস আমাদের শেখায় প্রকাশভঙ্গির নানা ভাষায় কিভাবে নিজের মনের ভাব ফুটিয়ে তুলতে হয়।  বাগিচার বুলবুলিটার উচ্ছল প্রাণবন্ত অঙ্গ সঞ্চালন আমাদের দৃষ্টি  
এড়ায় না । তাকে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না সেই বিদ্রোহী যিনি ধর্ম জাতপাতের বেড়াজালের বিভাজনে দীর্ন জীর্ণ এই দেশে হিন্দু মুসলমানের গালাগালিকে গলাগলিতে পরিণত করতে চেয়েছিলেন। 

তাই ওই হে নূতন দেখা  
দিক আরবার থেকে সংকোচের বিহ্বলতায় ডুবে না থেকে সমাজের যাবতীয় অত্যাচার অন্যায়ের প্রতিবাদ করতে করতে এক নতুন পৃথিবী গড়বার শপথ নিয়ে পথচলা শেখায় এই মে মাস মে মাসের সকাল মে মাসের বিকেল তাই বড়  
রঙিন । কারণ মে মাসের বিকেল মানেই সেই কালবৈশাখী ঝড় সেই আম গাছের তলায় লুটেপুটে আম কুড়ানোর ভিড় সেই শিলাবৃষ্টি যা অঝোর ধারায় ধুইয়ে দেয় এই পৃথিবীর সমস্ত কালিমা সমস্ত ক্লান্তি সমস্ত জীর্ণতা।

 

 

Comments :0

Login to leave a comment