MUKTADHARA RABIKATHA BIRENDRA CHATTAPADHYA

রবিকথা অনেক রবীন্দ্রনাথ বীরেন্দ্র চট্টোপাধ্যায়

সাহিত্যের পাতা

MUKTADHARA BIRENDRA CHATTAPADHYA

অনেক রবীন্দ্রনাথ

বীরেন্দ্র চট্টোপাধ্যায়

 


বুকের গভীরে যাও প্রেম স্বপ্ন মৃত্যুর নিশ্বাস ; 
হাওয়া হও আমাদের রক্তের অমর 
নিরাশ্রয় জ্ঞানের বিশ্বাস :

এক লক্ষ বছরের পর 
রবীন্দ্রনাথের ছবি ইঁদুরের রক্তের ভিতর।

বুকের গভীরে যাও
যন্ত্রণার তিমির ভাবনা ; 
হাওয়া হও আমাদের রক্তের অমর
নিরীশ্বর বোধের চেতনা ;

এক লক্ষ বছরের পর 
রবীন্দ্রনাথের গান ইঁদুরের আত্মার ভিতর!

 

 



এই যে মুহূর্ত যায় 
কোথা 
যেতে পারি মৃত্যুর গ্লানির রাজ্য
পার হ'য়ে, পিতা

তুমি মৃত! আমার চেয়েও 
অধিক নির্বোধ ব'লে আগে চ'লে গেছ 
রবীন্দ্রনাথের মতো আর লক্ষ নির্বোধের ভিড়ে। 
আমি আর এক মুহূর্তের 
অণুমাত্র অংশ বেঁচে তোমার মতোই মূর্খ হবো?

 



আমাকে একবার শুধু এক মুহূর্তের 
অমৃতের স্বপ্ন দাও, পিতা! 
আমি অবিশ্বাসে পুড়ে প্রত্যহ অঙ্গার 
হাওয়ার অসহ্য গ্লানি আর সইতে পারি না, আমার 
বিশ্বাস ফিরিয়ে দাও ।

কেন আমি ফসিলের চেয়ে
অধিক প্রস্তর হবো, ধুলোর চেয়েও 
অধিক নিশ্চিহ্ন! এক লক্ষ বৎসরের 
নদী পার হ'তে গিয়ে আমি ও রবীন্দ্রনাথ কেন 
সে-দিনের পিঁপড়ের চেয়ে অকিঞ্চিৎ 
স্মৃতির অতীত হবো।

কেন আমি রবীন্দ্রনাথের মতো মৃত হবো
আমি
বাঁচতে চাই, পিতা!
প্রস্তর যুগের শিশু-মানুষের মতো এক অবাক বিস্ময়ে 
বাঁচতে চাই চিরদিন, বিশ্বাসের ধর্মের অমর ।
 

Comments :0

Login to leave a comment