মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনের আসন সমঝোতার জন্য রাজ্যস্তরে সমন্বয় কমিটি করার কথা জানিয়েছে কংগ্রেস, এনসিপি (শরদ পাওয়ার), শিব সেনা (উদ্ধব থ্যাকারে)। তবে বিরোধী জোট মহাবিকাশ অগধিতে রাজ থ্যাকারের দল এখনই যুক্ত হচ্ছে না বলেই খবর। এনসিপি (শরদ পাওয়ার) নেতা শশীকান্ত শিন্ডে সাংবাদিকদের জানিয়েছেন এই বিষয় কোন আলোচনা হয়নি রাজের সাথে। যদি তারা ভবিষ্যতে বিরোধী জোটে অংশ নেয় তবে তা জানিয়ে দেওয়া হবে।
মহাবিকাশ অগধির পক্ষ থেকে জানানো হয়েছে এই সমন্বয় কমিটিতে তিন দলেরই প্রতিনিধিরা থাকবেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করে সব সিদ্ধান্ত নেবে নির্বাচনকে কেন্দ্র করে। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকালের কথায়, আসন সমঝোতা থেকে শুরু করে যাবতীয় বিষয় সিদ্ধান্ত নেবে এই কমিটি।
maharashtra maha vikas aghadi
পৌর নির্বাচনের জন্য রাজ্যস্তরে সমন্বয় কমিটি গঠন করলো মহাবিকাশ অগধি
×
Comments :0