আরজি কর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে এসএফআই, ডিওয়াইএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে গত ৩ সেপ্টেম্বর থেকে টানা অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতে সংহতি জানিয়ে শ্যামবাজারের অবস্থান মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী শ্রীমতি মীরা ভট্টাচার্য। বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ তিনি অবস্থান মঞ্চে উপস্থিত হবেন। এই অবস্থান মঞ্চে বাম মনষ্ক অনেক বুদ্ধিজীবী, শিল্পী,কলাকুশলী উপস্থিত থেকেছেন। আরজি করের সংহতিতে তাঁদের বক্তব্য রেখেছেন। আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তায় নেমেছে সমাজের সর্বস্তরের মানুষ। তাঁরা প্রতিবাদ জানিয়েছেন, স্লোগানে গলা মিলিয়েছেন।
Comments :0