meeting held in mobile flashlight

মোবাইলের আলোয় উদ্দীপনার সমাবেশ লালগোলায়

জেলা বাংলা বাঁচাও যাত্রা

বেলা তিনটের জনসভা শুরু হয়েছে বিকেল পাঁচটার পর। দেরি হওয়ার কারণে সূর্যের আলো পড়ে গেছে। কিন্তু ফিকে হয়নি লালগোলার জমায়েত। ‘বাংলা বাঁচাও যাত্রা’-র সমাবেশ চলল সমাবেশে আগত জনতার মোবাইলের আলোয়। মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস চোখে পড়ছে সেই তুফানগঞ্জ থেকেই। মুর্শিদাবাদ জেলার একের পর এক মিছিল সেই উচ্ছ্বাসকে আরো দ্বিগুণ করে দিয়েছে। জঙ্গিপুরের বাইক মিছিল এসেছে লালগোলায়। তার আগে বাইক মিছিল হয়েছে সাগরদিঘীতে। সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা নিজে বলছেন এত বড় বাইক মিছিল এখানে আগে দেখেননি। 
লালগোলায় সেই উদ্দীপনার সমাবেশে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য বলেছেন, “মানুষের পক্ষে সরকার গড়তে হবে। তাই হারাতে হবে তৃণমূল এবং বিজেপি-কে। ফিরিয়ে আনতে হবে বামপন্থীদের।”
জনতাকে তিনি প্রশ্ন করেছেন, সে লড়াই হবে তো? হাত তুলে সরবে জনতা জানিয়েছে জারি থাকবে সে লড়াই। 
তিনি বলেছেন , ভাঙনে বিধস্ত পরিবারকে টাকা তৃণমূল দেয়নি। সেই টাকা কাটমানি খেয়েছে। সেই টাকা ভাঙন কবলিত মানুষের হাতে তুলে দিতে চাই। বলেছেন, 
বাংলাকে কেমন এগিয়ে? জাল নোটের কারবারে, গরু পাচার, চাকরি চুরিতে এগিয়ে বাংলা। তৃণমূলকে যিনি ভোট দেন
এতে কি আপনার সম্মান বাড়ল? তাই লাল পতাকাকে সমর্থন দিন। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন কৃষি ভিত্তি, শিল্প ভবিষ্যৎ। আর তৃণমূলকে দেখে বলতে হবে দুর্নীতি ভিত্তি, জেলখানা ভবিষ্যৎ। 
তিনি বলেন, ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি। বলেছিল ক্ষমতায় আনলে জিনিসের দাম কমবে। কমেছে? ব্যাংক একাউন্টে ১৫ লাখ টাকা ঢুকেছে? না। আর হিন্দু-মুসলিম ভাগাভাগি করেছে। 
হিন্দু ধর্মপ্রাণ মানুষকেও সতর্ক করতে চাই। অযোধ্যায় জনতা হারিয়েছে বিজেপি-কে। মন্দির মসজিদ করেছে, কাজ দেয়নি। কর্পোরেটের পৌষ মাস করেছে। ভারত পিছিয়েছে। দেশের ক্ষতি হয়েছে। ভারতে হিন্দুদের সংখ্যা বেশি। সবচেয়ে বেশি ক্ষতি হিন্দুদের। 
কর্পোরেটের নির্দেশে চলা টেলিভিশন চ্যানেল বলে তৃণমূল আর বিজেপি। আপনি ভাবেন বামপন্থীরা কি পারবে?
আপনি এদের একটার বদলে আরেকটা সর্বনাশা। একমাত্র বিকল্প লাল পতাকা। ছাব্বিশে সেই বাংলা গড়ার লড়াই। তাহলে ২৯’র  ভোটে বিজেপি মুক্ত ভারত গড়তে পারব। 
বক্তব্য রেখেছেন জামির মোল্লা, প্রতিকুর রহমানও। বলেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। এদিন রাতে ভগবানগোলাতেও হয়েছে বড় জনসভা।

Comments :0

Login to leave a comment