Weather

বর্ষা বিদায় সামনের সপ্তাহেই

রাজ্য কলকাতা

বর্ষা বিদায় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু শেষ মুহূর্তেও ক্লান্তি নেই বৃষ্টির। ঘূর্ণাবর্ত মৌসুমী বায়ুর জেরে বর্তমানে বৃষ্টি চলছে বঙ্গে। আবহাওয়া দপ্তরের অনুমান ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে পাকাপাকিভাবে বর্ষা বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে।

কলকাতা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবারও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। শনিবার তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনার থাকবে না। হাওয়া অফিস জানাচ্ছে দুই ২৪ পরগনা দুই মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলী এই জেলাগুলিতে শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দুটি ঘূর্ণাবর্ত থাকার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ বঙ্গোপসাগর থেকে যার জন্যই বৃষ্টি হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে শনিবার ও রবিবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিঙ,জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার কিছু কিছু জায়গায় চলবে বৃষ্টি। কিন্তু কোনও সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর।

Comments :0

Login to leave a comment