NATUNPATA | BOOK TOPIC | CHARAR BAI — PRODOSH KUMAR BAGCHI — 10 APRIL 2024

নতুনপাতা | বইকথা — ছড়ার বই - ছড়া ছবিতে পাখি | প্রদোষকুমার বাগচী — ১০ এপ্রিল ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  BOOK TOPIC  CHARAR BAI  PRODOSH KUMAR BAGCHI  10 APRIL 2024

নতুনপাতা  

বইকথা

ছড়ার বই - ছড়া ছবিতে পাখি
প্রদোষ কুমার বাগচী


তোমাদের জন্য আমি অনেক গল্পের বই, ছড়ার বই, কবিতার বই, ভূতের বইয়ের খবর এনেছি। প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের কথাও বলেছি। এবার
তোমাদের জন্য একটি ছড়ার বই এনেছি। ছড়াগুলো পড়লে তোমাদের ভালো লাগবে। এর আগেও তোমাদের ছড়ার বই লিমেরিকের কথা বলেছি।
তবে এবারের ছড়ার স্বাদই আলাদা।
কিছুদিন আগে ফাল্গুন মাস শেষ হয়েছ। এখন চৈত্র চলছে। ফাল্গুন মাসে আম গাছে যে মুকুল আসে তোমরা জানো। ঐ সময়ে কোকিলের ডাক
শোনা যায়। সেই কোকিলকে নিয়ে যে ছড়াটি এই বইয়ে রয়েছে সেটি থেকে দু’লাইন তুলে ধরছি। ছড়াটির নাম ‘কোকিল’—
কুহু কুহু কোকিল ডাকে
আম গাছের ফাঁকে ফাঁকে।
মুকুল এল ফাগুন মাসে
খবর পেয়ে কোকিল আসে।
কি মজার না ছড়াটা। তোমরা যদি চেষ্টা কর তবে তোমরাও পারবে। এই বইয়ের ছড়াগুলো সব ছোট ছোট। তোমরা খুব তাড়াতাড়ি ছড়াগুলো
পড়ে ফেলবে আশা করি। আর প্রতিটি ছড়ার সঙ্গে অপূর্ব সব ছবি থাকায় তোমরা যখন পড়বে তোমাদের মন আনন্দে ভরে উঠবে। ‘কোকিল’
ছড়াটিতে দেখা যাচ্ছে মুকুল ভরা আম গাছের একটি ডালে কোকিল বসে আছে।
আর একটি ছড়ার নাম ‘পায়রা’ । পুরো ছড়াটিই বলে দিচ্ছি।
বকবক দিনরাত
পায়রার দল,
ঘরেদোরে ঘুরে ফেরে
বড় চঞ্চল।
কত দূর দেশে ওরা
উড়ে উড়ে যায়,
ফিরে আসে পথ চিনে
আপন বাসায়।
সত্যিই তো। পায়রাগুলো আকাশে ঘুড়ে বেড়ায়। কিন্তু সময় হলেই ঠিক ঘরে ফেরে। কি মজার না! এখানে দেখতে পারবে সুন্দর সুন্দর তিনটি
পায়রার ছবি। এরকমভাবেই বুলবুল পাখি, ঘুঘু পাখি, বক, ইত্যাদি পাখিদের নিয়েই লেখা হয়েছে ছড়া। কালো কুচকুচে কাককে নিয়ে যেমন ছড়া
লেখা হয়েছে তেমনি ময়ূর নিয়েও একটি সুন্দর ছড়া রয়েছে—
রঙে রঙে মাখামাখি
কোথঅ থেকে এল পাখি।
ডালে বসে এক মনে
কান পেতে কী বা শোনে।
পেখমের কী বাহার
কী বা শোভা ঝুঁটি তার।
আর লিখলাম না। বাকিটা তোমরা পড়ে নিও। ছড়াগুলো যেমন ভালো লাগার তেমনি ছবিগুলিও মনোহারী। বইটির প্রচ্ছদ বা মলাটের ছবিও মন
ভালো করে দেয়। শিশু সাহিত্য থেকে প্রকাশিত হয়েছে বইটি। বইটির নাম ‘ছড়া ছবিতে পাখি’।
ছড়া ছবিতে পাখি
প্রকাশক : শিশু সাহিত্য সংসদ

 

 

 

 

Comments :0

Login to leave a comment