NATUNPATA | BOOK TOPIC — ISAAC NEWTON | PRODOSH KUMAR BAGCHI — 13 MARCH 2024

নতুনপাতা | বইকথা — এক মহাবিজ্ঞানীর কথা | প্রদোষ কুমার বাগচী — ১৩মার্চ ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  BOOK TOPIC  ISAAC NEWTON  PRODOSH KUMAR BAGCHI  13 MARCH 2024

নতুনপাতা 

বইকথা  

এক মহাবিজ্ঞানীর কথা
প্রদোষ কুমার বাগচী


আজ তোমাদের জানাবো এমন  এক মহাবিজ্ঞানীর কথা যাঁর নাম তোমরা সকলেই কম বেশী শুনেছো। তিনি আর কেউ নন, একজন ভৌত বিজ্ঞানী। কোন ভৌতবিজ্ঞানীর কথা বলছি বুঝতে পারছো কি? ঠিক আছে, আরও একটু কথা বলা যাক। তাহলে তোমাদের বুঝতে সুবাধা হবে যে কে ছিলেন সেই বিজ্ঞানী। কোপারনিকাসের নাম শুনেছো তো তোমরা সকলেই। বিজ্ঞানের আদিযুগের অন্যতম নায়ক ছিলেন এই কোপারনিকাস। সেই সময় থেকে আধুনিক বিজ্ঞান তার অগ্রগতির দৌড়ে আমাদের একেবারে তাক লাগিয়ে দিয়েছে। 
আমরা যে প্রকৃতির মধ্যে বাস করি তার বিচিত্র ঘটনাবলী সবসময়ে বিজ্ঞানীদের নজর কেড়েছে। তার মধ্যে অনেকেই সেই ঘটনাবলীর ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন। তাঁদের অন্যতম যে মানুষটি যিনি প্রাকৃতিক ঘটনাবলীর খুব সুন্দরভাবে গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন আমি তাঁর কথাই বলছি। তাঁর নাম নিউটন। স্যার আইজাক নিউটন। প্রাকৃতিক ঘটনাবলীর কার্য-কারণ সম্পর্কও তিনি আমাদের জানিয়েছেন। গতিবিদ্যা তথা বলবিদ্যারও যে নতুন রূপ আছে সেকথাও  আমাদের জানিয়েছেন তিনি। অসামান্য প্রতিভাধর এই বিজ্ঞানীর কথাই আজ আমরা বলছি। কোপারনিকাসের জন্ম থেকে গ্যালিলিওর মৃত্যু তথা নিউটনের জন্ম অবধি ইউরোপীয় সমাজে বিজ্ঞানচর্চা প্রায় নিষিদ্ধই ছিল। সেই সময়ে পোপের কথাই ছিল শেষ কথা। বাইবেলের বাইরে আর কোনও সত্য নেই। এই পরিবেশেই জন্ম নিউটনের। ছাত্রজীবনের প্রথম দিকটায় তাঁকে খুব বুদ্ধিদীপ্ত বলে কারও মনে হয়নি। অমনোযোগী ছিলেন। অলসও ছিলেন খুব। পরে যখন কলেজে পড়েন তখন তাঁর মনে তৈরি হতে থাকে নতুন নতুন জিজ্ঞাসা। পরে তিনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। তাঁর বিখ্যাত গ্রন্থ ‘প্রিন্সিপিয়া’ প্রকাশের পর তিনবার তার সংস্করণ প্রকাশিত হয়। বইটি যে তাঁর জীবদ্দশাতেই কত জনপ্রিয় ছিল এই ঘটনা তার প্রমাণ। তিনি এও দেখালেন যে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে বর্ণালির সৃষ্টি করে। এই ব্যাপারটাও একটা অত্যাশ্চর্য আবিস্কার। কিভাবে তিনি ছোটবেলায় কাটিয়েছিলেন, পরে তাঁর চিন্তা কিভাবে পরিবর্তিত হলো, কিভাবে অলস মানুষ থেকে কর্মঠ মানুষে পরিণত হলেন, তার পরিচয় পাওয়া যাবে  এই গ্রন্থে। তিনি বিশ্বের বরেণ্য সেই সব মানুষদের মধ্যে একজন  সহস্র বর্ষের সেরা মানুষদের মধ্যে নির্দিষ্ট হয়েছে  যাঁর স্থান।  তোমরা যাঁরা বড় হচ্ছো, তাঁদের জন্য এই বইটি খুবই প্রয়োজনীয় বলে মনে করি। এমনকি বড়োদেরও বইটি ভালো লাগবে। কারণ এই বইটি খুব সহজ করে লেখা হয়েছে। তোমরা এই বইটি সংগ্রহ করে একবার পড়ে দেখতে পারো। 
মহাবিজ্ঞানী নিউটন। প্রশান্ত প্রামাণিক। জ্ঞান বিচিত্রা প্রকশনী। ১১ জগন্নাথ বাড়ি রোড। আগরতলা—৭৯৯ ০০১। ১৩০ টাকা।

Comments :0

Login to leave a comment