NATUNPATA / GK — TAPAN KUMAR BIRAGAYA — 5 JANUARY 2024

নতুনপাতা / জানা অজানা — জাভান গন্ডার — তপন কুমার বৈরাগ্য / ৫ জানুয়ারি ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  GK  TAPAN KUMAR BIRAGAYA  5 JANUARY 2024

নতুনপাতা 

জানা অজানা 

জাভান গন্ডার
তপন কুমার বৈরাগ্য

ইন্দোনেশিয়ার জাভা বলে একটা বিরাট দ্বীপ
আছে।যেটি ভারত মহাসাগরের একটা দ্বীপ।
জাভা ইন্দোনেশিয়ার বৃহত্তর সুন্দা দ্বীপপুঞ্জের
অন্তর্গত। এখানে একসময় বহুসংখ্যক জাভান
গন্ডার বাস করতো। জাভা অঞ্চলে সবচেয়ে বেশি
বাস করতো বলে এদের জাভান গন্ডার বলা হয়।
বলতে গেলে একসময়  হাজার হাজার এই ধরনের গন্ডার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে বাস করতো।
এখন কমতে কমতে সারা পৃথিবীতে মাত্র সত্তরটার 
মতো এই গন্ডার  এসে ঠেকেছে।এর কারণ
চোরাশিকারী এবং জলবায়ুর পরিবর্তন ,খাদ্যের অভাব।
তাই বলা যায় জাভা গন্ডার বিপন্ন,বিরল স্তন্যপায়ী
প্রাণী। এরা ঝোঁপঝাড়,বন,জলাভূমি ও পার্বত্য
অঞ্চলে বাস করে।এই ধরনের গন্ডারগুলো
পাহাড়ে উঠতে খুবই পটু।এদের খাদ্য গাছপালা।
এদের চামড়া খুব পুরু এবং ধূসর রঙের।
অন্যান্য প্রজাতি গন্ডারের চেয়ে এদের খড়্গ খুবই
ছোট।পৃথিবীতে পাঁচটি প্রজাতির গন্ডার আছে। জাভাদেশীয় গন্ডার বা জাভান গন্ডার,
সুমাত্রার গন্ডার,সাদা গন্ডার,কালো গন্ডার,ভারতীয়
গন্ডার।


তাদের মধ্যে এরাই আজ সবচেয়ে
বেশি বিপন্ন।অন্যান্য প্রজাতির গন্ডারের চেয়ে
এরা একটু শান্ত প্রকৃতির।এরা ৩০থেকে ৪০
বছর বাঁচে।এরা লোমশ প্রাণী।ভালো ছুটতেও
পারে। এরা দলবদ্ধ ভাবেও থাকে আবার মা
গন্ডার নিজের সন্তানকে নিয়ে গভীর জঙ্গলে
থাকতেও ভালোবাসে। পুরুষ গন্ডারেরা মাঝে
মাঝে খাবারের জন্য নিজেদের মধ্যে লড়াইও করে।
জাভাদেশীয় গন্ডারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব
আমাদের সকলের।না হলে একসময় এই জাতীয়
গন্ডার সত্তর থেকে শূন্যে এসে নামবে। 

Comments :0

Login to leave a comment