NATUNPATA / NEW FRIEND — POETRY — ADRIJA PARIYA — 15 JANUARY 2024

নতুনপাতা / নতুন বন্ধু — কবিতা / ছেলেবেলা — অদ্রিজা পড়িয়া / ১৫ জানুয়ারি ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  NEW  FRIEND  POETRY  ADRIJA PARIYA  15 JANUARY 2024

নতুনপাতা   

নতুন বন্ধু  

কবিতা  

ছেলেবেলা

অদ্রিজা পড়িয়া 
 

ছেলেবেলা কেন, চলে গেলে তুমি?
ফিরে এসো না আবার 
তুমি ছিলে যতদিন 
পেয়েছি যে স্নেহ সবার 
ছেলেবেলা তুমি কেন চলে গেলে ?
আমাকে একলা ফেলে ?
রাক্ষস আর ক্ষোক্ষসে যে 
আমায় এখন গেলে!

পড়ার ভারে পিঠ বেঁকেছে
পারি না সোজা হতে ,
কাজের চাপে পিঠ ভেঙেছে, 
পারি না দাঁড়াতে l

দেখতে পারিনা নীল আকাশ আর 
দেখতে পারিনা আলো 
মনে হয় ছোটবেলাতে ছিলাম 
আমি বড়ো ভালো

হলির আমেজ হারিয়েছে যে 
যাই না দেখতে পুজো l
ছেলেবেলা তুমি একটুও কী;
আমার কথা বোঝো?

বোঝো না গো ;
বোঝো নি গো l
তুমি আপন তালে থাকো,
কে যে কত কষ্টে আছে ,
তার কি খোঁজ রাখো?

তুমি তো যাও তালমিলিয়ে 
বয়সের তালে তালে l
আমাদের যত হাসি মজা সুখ 
তার সাথে যায় চলে! 
আমাদের যত হাসি মজা সুখ 
তার সাথে যায় চলে!

নবম শ্রেণী

Comments :0

Login to leave a comment