NATUNPATA | POETRY — AYAN PANDIT — 11 MARCH 2024

নতুনপাতা | কবিতা — রাম- দুবে-সিং | অয়ন পণ্ডিত — ১১ মার্চ ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  POETRY  AYAN PANDIT  11 MARCH 2024

নতুনপাতা 

কবিতা 
রাম- দুবে-সিং
অয়ন পণ্ডিত

বিখ্যাত বক্সার 'রাম-দুবে-সিং'
— দুধওয়ালা পার্কে শেখে বক্সিং, 
সেইদিন মাঝরাতে ফিরছিলো ঘরে 
— রাস্তায় পুলিশের পড়ে খপ্পরে, 
গুঁতো মেরে বলে তাকে চল-ব্যাটা-থানা 
   রামু হয় হতবাক অহেতুক হানা। 
মাঝপথে গিয়ে বলে ছেড়ে দিতে পারি 
— তবে কিছু ছাড়ো ঘুষ খুব তাড়াতাড়ি, 
ঘুষ শুনে রাম-সিং চটে মটে লাল 
— ঘুষখোরে ছড়াছড়ি ছিঃ ছিঃ একি হাল! 
বলে আমি ঘুষ দেবো 'ই' জোরে 
— এই বলে ঘুষি এক মারলো সজোরে; 
ঘুষ নয় খেয়ে ঘুষি পুলিশ দাদা 
— ভ্যাঁ করে কেঁদে ফেলে নিরেট হাঁদা ॥

Comments :0

Login to leave a comment